Q/A
জবেহ করার সময় ছোট প্রাণীর রক্ত জামায় লেগে গেলে পবিত্র করার নিয়ম কি
এবার বাড়িতে কবুতর জবাই করার সময় আমার কাপড়ে কিছু তাজা রক্ত ছিটে এসে পড়ল এবং জামায় তা স্পষ্ট ভাবে বুঝা যায়। তখন সাথে সাথে কাপড় ভালো করে ধোয়ার পরও লালভাব থেকে যায়। জানার বিষয় হল, আমার জামাকাপড় কি পবিত্র হয়ে গেছে, নাকি লালভাব দূর করা আবশ্যক?
যেহেতু আপনি পানি দিয়ে ভালো করে ধুয়ে কাপড় থেকে রক্ত বের দূর করে ফেলেছেন তাই পবিত্র হয়ে গেছে। এরপর লালচে ভাব থেকে গেলেও কোনো সমস্যা নেই।
-মুসনাদে আহমাদ, হাদীস ৮৭৬৭; আলমাবসূত, সারাখসী ১/৯৩; বাদায়েউস সানায়ে ১/২৪৯; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৪৯; আদ্দুররুল মুখতার ১/৩২৯