যিনা করলে যে গুনাহ হবে চোখের যিনাও কি সমান গুনাহ হবে
যৌনাঙ্গের দ্বারা যিনা করলে যে গুনাহ হবে চোখের যিনায় কি ঠিক ঐ একই পরিমান গুনাহ হবে…….
যৌনাঙ্গের দ্বারা যেই যিনা করা হয় তা শাস্তি কোরআন হাদিসে বর্ণিত হয়েছে
যেমন অবিবাহিত কেউ যেনা করলে ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে একশ’ করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকর কারণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাক। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। [সূরা নূর-২]
বিবাহিত কেউ যেনা করলে
তোমরা আমার নিকট থেকে জেনে নাও যে, আল্লাহ তাআলা ব্যভিচারীদের ব্যাপারে পন্থা বাতলে দিয়েছেন। বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সঙ্গে ব্যভিচার করলে এবং অবিবাহিত পুরুষ অবিবাহিতা নারীর সঙ্গে ব্যভিচার করলে তাদেরকে শাস্তি দেয়া হবে। (সুতরাং শাস্তি হল যে,) বিবাহিতকে একশ’ বেত্রাঘাত করা হবে অতঃপর প্রস্তর নিক্ষেপ করে হত্যা করা হবে। আর অবিবাহিতকে একশ’ বেত্রাঘাত করা হবে অতঃপর এক বছরের জন্য দেশান্তর করা হবে। [সহীহ মুসলিম, হাদীস নং-১৬৯০]
এখানে একটি বিষয় লক্ষণীয় তা হচ্ছে শুধু চোখে তাকানোর দ্বারা কিন্তু এই যেনার শাস্তি কার্যকর করা যায়না।
কেননা প্রকৃত তথা আসল যেনা হলো যৌনাঙ্গের যেনা যার দুনিয়াবি শাস্তি আর আখিরাতের শাস্তি উভয়টি কোরআন হাদিসে বর্ণিত।
অন্য দিকে চোখের যেনা যেটা যেনার সহায়ক এটাকেও হাদিসের ভাষায় যেনা বলা হয়েছে এবং এর দুনিয়াবি শাস্তি হাদিসে বর্ণিত নয় তবে এর আখিরাতের শাস্তি হাদিসে বর্ণিত রয়েছে।
রাসুলুল্লাহ (সা.) এক হাদিসে বলেছেন, ‘চোখের জিনা ও ধর্ষণ হলো হারাম দৃষ্টি।’ (বুখারি : ৬৬১২)