অন্তর দ্বারা, ক্বলব দ্বারা কিছু পাপ, কিছু অপরাধ আমরা করি, সেগুলো ছোট পাপ না, মহাপাপ, বড় বড় অপরাধ। ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়্যা (রহঃ) সহ বিশ্ব বিখ্যাত মনীষীগণ, পরিষ্কার ভাষায় ব্যক্ত করেছেন যে,
মানুষ তার বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত পাপাচার করে, এর চাইতে অন্তর দিয়ে যে পাপাচার করে যেগুলো দেখা যায় না মানুষ আচ করতে পারেনা, বাহিরের মানুষ বুজতে পারেনা, ওই পাপাচার গুলোর ভয়াবহতা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে যে অপরাধ পাপ করে এর চেয়ে অনেক বেশি।
হয়তো অনেকে শুনেও নাই জীবনে। অন্তর দ্বারা আমার কবিরা গুনাহ করে সেটা আবার কি?
আমরা চুরি করা পাপ জানি, আমরা ডাকাতি করা পাপ জানি, মিথ্যা কথা বলা পাপ জানি, মানুষ হত্যা করা পাপ জানি, মাদকাসক্ত হওয়া পাপ জানি, মানুষের প্রতি জুলুম করাকে পাপ জানি, নামাজ না পড়াটাকে পাপ জানি, রোজা না রাখা টাকে পাপ জানি, যাকাত না দেওয়াটাকে পাপের কাজ জানি, হজ না করাটাকে পাপ জানি, গালিগালাজ করা পাপের কাজ জানি, মা বাবার অবাধ্যতা হও এটা কেউ পাপ জানে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটাকে পাপের কাজ জানি, এরকম আরো শত শত পাপের কাজ জানি যেগুলো মানুষ অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে করে।
অন্তর দিয়ে ভিতরে ভিতরে করে সে পাপ সম্পর্কে বেশিরভাগ মানুষ জানিনা আমরা।
এরকম পাপের ভিতরে অন্তর দিয়ে করে সবচেয়ে বড় পাপ হলো, ঈমান সংশ্লিষ্ট পাপ, যেমন কুফরি নিফাক এবং শির্ক।
আপনি আল্লাহর প্রতি অবিশ্বাস অন্তরে রাখলেন। সব বিশ্বাস করেন,
আল্লাহর একটা নির্দেশ এর প্রতি বিশ্বাস অন্তরে নাই, এই যে অন্তরে বিশ্বাস নাই এটা হলো অন্তরের সবচেয়ে বড় পাপ।