যাকাতের টাকা অগ্রিম হিসাব করে কি বন্যার্থদের সহযোগিতায় খরচ করা যাবে?
বছর অতিবাহিত হওয়ার পূর্বেই যাকাতের টাকা বন্যার্তদের মাঝে খরচ করা যাবে।
হজরত আব্বাস (রা.) রাসূল (সা.)-কে বছর অতিবাহিত হওয়ার পূর্বে অগ্রিম যাকাত আদায় করার ব্যাপারে জিজ্ঞেস করলেন। রাসূল (সা.) তাকে আদায়ের অনুমতি দিলেন।’
(সহীহ ইবনে খুযায়মা, হাদিস: ২৩৩০)
তবে বন্যার্তদের মাঝে সবাইকে জাকাতের টাকা দেওয়া যাবে না। কেননা যাকাত হলো এতিম,গরিব, অসহায় ইত্যাদি মানুষদের হক। আর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে গরিব মানুষ যেমন আছেন ধনী মানুষ আছে।
অতএব জাকাতের টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে শুধুমাত্র যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদের সহায়তার জন্যেই জাকাতের টাকা খরচ করা যাবে।