যাকাতের টাকা দিয়ে কাউকে ইফতার করা যাবে কি না এবং যার টাকা দিয়ে যাকাত দেয়া হবে তার যাকাত আদায় হবে কি না?
কারো উপর যাকাত ফরজ হয়েছে, এখন যদি সে ব্যক্তি যাকাতের টাকা দিয়ে ইফতার বিলি বন্টন করে অর্থাৎ মানুষকে ইফতার করালে তার যাকাত আদায় হবে কি?
কোন ব্যাক্তিকে ইফতারী করানোর দ্বারা যাকাত আদায় হবে না। হ্যাঁ, যাকাতের টাকা দিয়ে ইফতারের খাবার কিনে কোনো গরীব এতিমকে খাবারের মালিক করা হলে যাকাত আদায় হবে।
অথবা যাকাতের উদ্দেশ্যে ইফতারের প্যাকেট ব্যবস্থা গরীব-মিসকিনদের মাঝে বিতরণ করলে যাকাত আদায় হবে।
(আলমুহিতুল বুরহানি : ৩/২১৫; আলবাহরুর রায়েক : ২/২০১; রদ্দুল মুহতার : ২/২৫৭)