দারুণ সুরে হৃদয়ছোঁয়া নাতে রাসূল ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ গজল লিরক্স
Song : Ya Rasulallah
Singer : Emon Uddin & Kibria Sanny
Lyric & Tune : Kibria Sanny
Sound Design : Shafin Ahmad
Video Director : Abdullah Al Mahmud
ইয়া রাসূলাল্লাহ, রাসূলাল্লাহ, রাসূলাল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ-|
আঁধার রাতে আলো নিয়ে,
কে এলে তুমি এই ধরাতে।
হিদায়েতের বানী নিয়ে,
ঘুরেছ তুমি দারে দারে।
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
তোমারি পরশে মাইয়ারি আবেশে,
পুন্য হলো আরব ভুমি।
নীখিল জাহান ধন্য হলো,
পেয়ে তোমার চরণ ধুলি-|
তুমি আমার নবী ধ্যানের ছবি,
তোমার কাছে পেতে পাগল সবি।
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
কাফেরের আঘাতে, রক্ত ঝড়েছে
বদর ওহুদ ঐ তায়েপেতে।
তবুও তুমি কুরাআনের বাণী,
পৌছে দিয়েছো দ্বিলে দ্বিলে-|
তুমি আমার নবী ধ্যানের ছবি,
তোমায় কাছে পেতে পাগল সবি।
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ