ইয়া নাফসি – Ya Nafsi Bangla Gazal Lyrics

Singer:
Gazi Anas Rawshan
Lyric : Delawar HJ
Tune: Mahmud Faysal
Directed By: Gazi Anas Rawshan
Sound Compose: Jaynal Abedin Ekatto
Sound Design & Record Label : Heaven Tune Studio Live
Presented By: Heaven Tune Nasheed Band
Calligraphy- Abdul KAdir Hawlader

পৃথিবী থমকে গেছে
হারিয়েছে চিরচেনা রুপ,
থেমে গেছে কোলাহল
ভেঙ্গে গেছে মনবল
অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ।
ইয়া নাফসি ইয়া নাফসি শুনি চিৎকার
অদৃশ্য কেউ যেন বলছে ডেকে
বল আজ রাজত্ব কার।

বিপদের ঘনঘটা
আজ দিকে দিকে
আশার আগামী যেন
ধুশর ফিকে
আআআআ আ আ আ
বিষাদের কারগারে
বন্ধি সবি
বড় দুর্যোগ আজ
সীমালঙ্ঘিত
এ মানবতার।।ঐ

ক্ষনিকের রঙচটা
লাজ হীনা সুখে
দুঃখের সুনামি প্রভু
দিয়েছ এঁকে
ওওওওও ও ও ও…
আজাবের করিডোরে
কাঁদছি খুবি
হে রাজাধিরাজ
মোরা শংকিত
চাই দয়া তোমার।।ঐ

https://youtu.be/H_Jl2KmFEGM
Exit mobile version