ভিপিএন ব্যবহারের বিধান কী?
VPN (virtual personal network) ব্যবহারের ব্যাপারে কথা হলো, যদি বৈধ উদ্দেশ্যে তা ব্যবহার করা হয় তাহলে তাতে কোন সমস্যা নেই। যেমন: কুরআন-সুন্নাহ ভিত্তিক কোন ওয়েবসাইট বা অ্যাপ বা দুনিয়াবি উপকারী কোন ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করা। কেননা অনেক সময় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ধর্মবিশ্বাসগত মতপার্থক্য কিংবা বিশেষ স্বার্থে সরকার অনেক সময় ভালো ওয়েবসাইট বা অ্যাপ ব্লক করে দেয়।
কিন্তু সরকার যদি বৃহত্তর জনস্বার্থে সাধারণ মানুষ, দেশ বা ইসলামের জন্য ক্ষতিকর কোন ওয়েবসাইট বন্ধ করে তাহলে তা ভিপিএন ব্যবহার করে খোলা জায়েজ নেই। যেমন: পর্ণ বা অশ্লীল ওয়েবসাইট, সন্ত্রাসী কার্যক্রম বা ভ্রান্ত আকিদা বিশ্বাস প্রচারকারী ওয়েবসাইট ইত্যাদি।
অনুরূপভাবে ভিপিএন ব্যবহারের মাধ্যমে যদি কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানির বা রাষ্ট্রের ক্ষতিসাধন করা হয় বা কারো অধিকার নষ্ট করা হয় তাহলে তা ব্যবহার করা নাজায়েজ। যেমন: বর্তমানে অনেক অসাধু মানুষ ভিপিএন-এর সাহায্যে বিশেষ পদ্ধতিতে বিভিন্ন মোবাইল অপারেটর-এর সিম থেকে ফ্রি ইন্টারনেট ডাটা ব্যবহার করে থাকে। এটি হারাম। কেননা তা মানুষের হক নষ্ট করার শামিল।
আল্লাহু আলাম।