ভিডিও কলে বিয়ে হওয়ার শর্তাবলী
ভিডিও কলে বিয়ে কি জায়েজ?
আর কেউ কেউ বলেন যে, আকদ হওয়ার পর ৩ মাস পর্যন্ত পাত্র-পাত্রীর দেখা না হলে আকদ ভেঙে যায়। এই কথা টা কি সঠিক?
বিয়ের রোকন ও শর্তাবলী যথা: বর ও কনে নির্ধারণ, শরিয়তের দৃষ্টিতে বিয়ের নিষিদ্ধ হওয়ার কোন কারণ না থাকা, কনের অভিভাবকের সম্মতি, কমপক্ষে দুইজন পুরুষ সাক্ষীর উপস্থিতি, মোহর নির্ধারণ, ইজাব-কবুল ইত্যাদি সঠিকভাবে বিদ্যমান থাকলে বিয়ে শুদ্ধ হবে- চাই বর ও কনে সরেজমিনে উপস্থিত হওয়ার মাধ্যমে বিয়ে সংঘটিত হোক অথবা টেলিফোন, অডিও ভিডিও কল বা অনলাইনের মাধ্যমে সংঘটিত হোক।
তবে বর্তমান যুগে অনলাইনে নানা ধরনের প্রতারণা ঘটার পরিপ্রেক্ষিতে বরপক্ষের কাছে কনেপক্ষের একজন প্রতিনিধি উপস্থিত থাকাটা অধিক নিরাপদ।
শরিয়ত সম্মতভাবে বিয়ে সংঘটিত হলে ‘তিনমাস সময় উভয়ের সাক্ষাৎ না ঘটলে অটোমেটিক বিয়ে ভেঙ্গে যায়’ এই কথা সঠিক নয়। বরং সঠিক কথা হল, শরিয়ত নির্ধারিত বিশেষ কারণ (যেমন: ইসলাম ত্যাগ) কিংবা নিয়ম তান্ত্রিকভাবে তালাক ছাড়া বিয়ে ভাঙ্গে না।
আল্লাহু আলম।