ভাত খেতে বসে সালাম দেয়া বা নেয়া যাবে কি

যদি সালামকৃত ব্যক্তির মুখে লুকমা হয়। এমতাবস্থায় তার জন্য সালামের উত্তর দেয়া কষ্টকর হয়, তাহলে খানারত ব্যক্তিকে সালাম দেয়া মাকরূহ। কিন্তু যদি মুখে লুকমা না হয়, বা উত্তর দিতে কোন কষ্ট না হয়, তাহলে খানারত ব্যক্তিকে সালাম দিতে কোন সমস্যা নেই। [ফাতাওয়া উসমানী-৪/৪৩৫]

আমাদের সমাজের অনেক ব্যক্তিকে দেখা যায় যে, খানারত ব্যক্তিকে সালাম দিলে, তিনি খানা থেকে মুখ তুলে বলেন যে, খানা খাচ্ছি, তাই সালামের উত্তর দিতে পারছি না। অথচ তিনি একথা যখন বলছেন, তখন অনায়াসে সালামের উত্তর দিতে পারেন।

তা’ই খানা খাওয়া অবস্থায় সালামের উত্তর দেয়া যাবে না, এমন কথা আমভাবে বলা সঠিক নয়। বরং সুযোগ থাকলে উত্তর যেমন দেয়া যাবে, তেমনি তাকে সালাম দিতেও কোন সমস্যা নেই।

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version