Writing
উত্তম রিজিকের জন্য দোয়া
আল্লাহ তাআলা রিজিকের মালিক এবং মহান আল্লাহ বান্দার প্রতি অনেক দয়াশীল। তিনি পালনকর্তা, রিজিকদাতা এবং সব কিছুর মালিক। তাই রিজিকের জন্য তাঁর কাছে প্রার্থনা করা উচিত। তিনি মানুষের প্রতি দয়া করে কিছু আমলের বরকতে রিজিক বাড়িয়ে দেন। এই দোয়া বেশি বেশি করুন।
اللهم اكْفِنِي بِحَلَالِكَ عن حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ : আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
অর্থ : হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী কোরো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।
(তিরমিজি, হাদিস : ৩৫৬৩; মুসনাদ আহমদ, হাদিস : ১৩২১