তুমি চাঁদের আলোর চেয়ে বেশি আলো লিরিক্স
Lyric, Singer & Music Producer: Abu ubayda
Tune: Collected
Head of creative: Pias Mia
Director assist: Ruhul Amin
Video: Abu Tuyab,
Supervised by: Abu Hurayra
তুমি চাঁদের আলোর চেয়ে বেশি আলো,
তোমার আগমনে ধরায় কাটলো কালো।
আমিনার কোল জুড়ে এলে হাবিব খোদার,
সুবহে সাদিকে ঝলমোলে সকল সিতার।
কিসরার পারস্যরি সেই আগুন শিখা,
তোমার খবরে নিমিষেই নিভে গেলো
ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ।
ইয়া রাসুল য়া হাবিবাল্লাহ।
তুমি এসেই ধরার বুকে রহম দিলে,
সব মন্দ ভালো মানুষ বুকে নিলে।
আল আমিন নামে সবার মুখে তুমি,
সিদ্রাতুল মুনতাহা থেকে ধরার ভূমি।
সবখানে সব গানে শুধু তুমিই ছিলে
ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ।
যেখানে নরম হতে তুমি পানির মতই,
জিহাদের ময়দানে তুমি বীরের মতই।
মানুষের জীবনে তুমি জীবন বিধান,
খোদা দিলো তোমায় পবিত্র কোরআন।
পথ খু্ঁজে পাই কুরানে অবিরতই
ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ।
আরশের চারিপাশে জমে ছিলো মেলা,
মহা খুশি আনন্দে ছিল আল্লাহ তায়ালা।
তাঁর বন্ধু হাবিবের আরশ ভ্রমন,
এই বুঝি চলে এলো যখন তখন।
ফেরেশতা হুর দিলো তাঁরে নূরের মালা
ইয়া রাসুল য়া হাবিবাল্লাহ