Tomari Jiyarot By Abu Ubayda Bangla Lyrics Tomari Jiyarot By Abu Ubayda Bangla Lyrics - Islami Lecture আবু উবায়দার কলিজা ঠান্ডা করা নতুন গজল তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসুলুল্লাহ। Perform by Abu UbaudaLyric & Tune- Mufti A.Z.M. Wahidul Alam তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর, ইয়া রাসুলাল্লাহ।।স্বপনে, দাও দেখা দাও চেহারা তোমার, ইয়া রাসুলাল্লাহতোমারি জিয়ারত পাওয়ার আশা মোর, ইয়া রাসুলাল্লাহ।।মদিনায়, যাইতে হৃদয়, হয় যে অধির ব্যাকুল বেকারার।।কর সেই মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসুলাল্লাহতোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসুলাল্লাহহাসরে, সব নবী উম্মত কাদিবে, নিজেরি লাগি।।তুমি যে, কাদবে সেথায় নবিগো, ইয়া রাসুলাল্লাহতোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসুলাল্লাহগুনাহগার, পায়না সাহস চাইতে কিছুই, রওজাতে তোমার।।শাফায়াত কাওসার পিলাইও ইয়া রাসুলাল্লাহতোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসুলাল্লাহ Related Articles Oporadhi Bangla Gojol Lyrics Beiman By Abu Ubayda Bangla gozol Lyrics Fazar By Gazi Anas Rawshan Bangla Gozol Lyrics