Tomake Bhule Provu Bangla Gojol Lyrics
তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো নেই বাংলা গজল লিরিক্স | Tomake Bhule Provu Bangla gojol Lyrics অনুশোচনামূলক গান |
কথাঃ আজিজ হাকিম
সুরঃ মতিউর রহমান খালেদ
কণ্ঠঃ তাসনিম আলম
তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো নেই
জাহেলিয়াতের মাঝে
সুখ নেই গেছি বুঝে
শান্তি তো আছে তোমাতেই।।
তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো নেই
আমি তো নেই ভালো নেই
আমার এ মনন জুড়ে আজাজিলের বসবাস
আমাকে দেখে রোজই ভুবন করে উপহাস।।
এ হৃদয় ওঠে কেঁপে
কান্নারই ঢেউ ছেপে- ||
বারিধারা দেয় সাড়া যেই।।
তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো নেই
আমি তো নেই ভালো নেই
আলোর মশাল রেখে
আলেয়ার পিছু পিছু ছুটেছি কত
স্বপ্ন আকাশ ছুঁতে
নিরাশায় হলাম ব্যথিত।
পার্থিব এই জীবনে হয়েছি যে পথহারা
ইবাদাতে মন দিলে পিছু নেয় রিপুর তাড়া। ||
পাপ মুছে বারেবারে
করুণা করো যারে- ||
তোমারই কাছে ফেরে সেই।।
তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো নেই
আমি তো নেই ভালো নেই