Q/A
টাইট পোশাক পড়ে নামায পড়ার হুকুম কি
টাইট পোশাক পরে নামায পড়ার হুকুম কি?
যে এগুলি পরে সে কি লোকদের ইমামতি বা নামায পড়াতে পারবে কি?
পুরুষ ও মহিলা উভয়ের জন্য টাইট পোশাক পরা মাকরূহ। শরয়ী পোশাক হলো, এমন টাইট না হওয়া, যাতে করে লজ্জস্থানের বা শরীরের অবয়ব ফুটে উঠে এবং অতিরিক্ত ঢিলেঢালাও না হওয়া; বরং এ দুটোর মাঝামাঝি মধ্যম পর্যায়ের জামা কাপড় হওয়া।
শরীর ঢেকে রাখলে এ ধরনের পোশাকে নামায পড়া বৈধ বা সহিহ হবে, তবে মুমিন পুরুষ বা নারীর জন্য এ ধরনের পোশাক পরিধান করা মাকরূহ। কাপড় খুব টাইট এবং খুব ঢিলেঢালা মধ্যেবর্তী হওয়া, এরকম হওয়া উচিত।”
(মাজমু’ ফাতাওয়া আল-শাইখ ইবনে বায ২৯/২১৭)।