তায়াম্মুম করে কি নামাজ আদায় করতে পারবেন কি

আমার নানা অনেকদিন ধরেই অসুস্থ। একা চলতে পারে না। তার পক্ষে নিজে অযু করা সম্ভব নয়। তবে পানি ব্যবহারে তার কোনো সমস্যা নেই। হুজুরের কাছ থেকে জানার বিষয় হলো, তিনি কি এখন তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবেন?

প্রশ্নোক্ত ক্ষেত্রে, যদি আপনার নানার জন্য অযু করার জন্য কেউ থাকে, তবে তার জন্য একজন ব্যক্তির সাহায্যে অযু করাই জরুরি। এক্ষেত্রে তায়াম্মুম করা যাবে না। কিন্তু যদি তার জন্য অযু করার মতো কেউ না থাকে তাহলে সে তায়াম্মুম করতে পারবে।

আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৪৫; আলমাবসূত, সারাখসী ১/১১২; বাদায়েউস সানায়ে ১/১৭১; ফাতাওয়া হিন্দিয়া ১/২৮; রদ্দুল মুহতার ১/২৩৩

Exit mobile version