Tawba Gazi Anas Bangla Gojol Lyrics - Islami Lecture তাওবা নতুন বাংলা গজল, গজলটি গেয়েছেন গাজী আনাস রওশন। তাওবা গজলটি লিখেছেন সাইফ সিরাজ। গাজী আনাস রাওশানের সব গুলো নতুন গজলের লিরিক্স কালেকশন।
Title : Tawba Artist : Gazi Anas Rawshan Lyrics : Saif Siraj Tune : Nabil Adnan Sound Design : Salman Sadik Saif Audio & Video : Heaven Tune Producer : Gazi Anas Rawshan Director : Bonie Amin Production : Heaven Tune Management : Momin Bin Huda
আল্লাহ, আল্লাহ ও আল্লাহ সবিনয়ে নত হয়ে হতে চাই ভয়ে ভয়ে তোমার মারিফাতের নহরে বিলীন, অবনত রাত শেষে রহমের মেঘে ভেসে পেতে চাই তোমারই করম নিঃসীম।। তুমি ছাড়া কেউ নাই আমি শুধু গেয়ে যাই।। তুমি ছাড়া কেউ নাই আমি শুধু গেয়ে যাই সুবহানা রাব্বিকা ওয়া রাব্বীল আযীম… সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বীকা ওয়া রাব্বীল আযীম… সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বীকা ওয়া রাব্বীল আযীম… পাথরের মত মন, হয়ে থাকে সারাক্ষণ তোমার স্মরণে তারে কোমল বানাই কবরের নেই ভয়, পাপে পাপে রাত হয় ক্ষমার মিনতি শুধু তোমাকে জানাই। আল্লাহ….. পাথরের মত মন, হয়ে থাকে সারাক্ষণ তোমার স্মরণে তারে কোমল বানাই কবরের নেই ভয়, পাপে পাপে রাত হয় ক্ষমার মিনতি শুধু তোমাকে জানাই। তুমিহীন আমি শুধু খাকসার মরু ধু ধু।। তুমিহীন আমি শুধু খাকসার মরু ধু ধু নাদানেরে ক্ষমা করে দিও গো রাহীম… সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বীকা ওয়া রাব্বীল আযীম… সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বীকা ওয়া রাব্বীল আযীম… মন বলে ফিরে যাই মগজের বেলা নাই মন মগজের দ্বিধা শেষ করে দাও বিনীত আমায় করো কলবে সালীম গড়ো তাওবার বিনিময়ে প্রিয় করে নাও আল্লাহ ।। রহম করম দিয়ে প্রিয়তম করে নিয়ে।। রহম করম দিয়ে প্রিয়তম করে নিয়ে। পার করো ওগো তুমি মাবুদ কারীম… সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানা রাব্বীকা ওয়া রাব্বীল আযীম…
Copy URL URL Copied