তাসবিহ হলো আল্লাহর পরিপূর্ণতার মহিমা ঘোষণা

তাসবিহ হলো আল্লাহর পরিপূর্ণতার মহিমা ঘোষণা, আর তাহমিদ হলো আল্লাহর প্রশংসা করা। তাসবিহ হলো আপনি আল্লাহর পরিপূর্ণতাকে নিশ্চিত করছেন বিশেষ করে সেই দিনটির জন্য যেদিন আপনি নিজের অপূর্ণতাকে ভয় করেন। আর তাহমিদ হল আল্লাহর প্রশংসা বিশেষ করে তাঁর নিয়ামতের জন্য প্রশংসা।

আপনি জানেন আপনি তাঁর পর্যাপ্ত শুকরিয়া আদায় করেন নি। কাজেই এই বিশেষ মুহূর্তের সন্ধিস্থানে এই জিকিরগুলো আপনার সাহায্যে এগিয়ে আসবে। এটা কেবলমাত্র ‘সুবহানাল্লা’ এবং ‘আলহামদুলিল্লাহ’ এর নিহিত তাৎপর্য, এবং এরা একে অন্যের সাথে খুব আনন্য ভাবে জড়িয়ে আছে রাসুলের (ﷺ) হাদিস জুড়ে।

তাই আপনি যখন ‘সুবহানাল্লাহ’ এবং ‘আলহামদুলিল্লাহ’ একসাথে বলেন তখন কি হয়?
রাসুল (ﷺ) বলেন, ‘দুটি বাক্য আল্লাহ আর-রহমানের কাছে অত্যন্ত প্রিয়। এই বাক্য দুইটি উচ্চারণে হালকা অর্থাৎ বলতে খুবই সোজা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী।'[সহিহ বুখারী, মুসলিম] এই বাক্য দুইটি হল –

سبحان الله وبحمده سبحان الله العظيم
উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।
অর্থ : মহান সেই আল্লাহ এবং তাঁরই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।

আলেমরা বলেন এই জিকির তিনটি জিনিসকে একত্রিত করছে। প্রথমত আসবিহ(تسبيح)- যা দিয়ে আল্লাহর পূর্ণতার মহিমা ঘোষণা করা হয়, দ্বিতীয়ত তাহমিদ(تحميد) – আল্লাহর প্রশংসা করা এবং তাঁর শুকরিয়া আদায় করা, তৃতীয়ত তা’জিম (تعظيم) – আল্লাহ সুবহানা তা’য়ালার মহত্ত্বকে নিশ্চিত করা। এই জিকিরটি দাঁড়িপাল্লায় এতই ভারী এবং এতটাই প্রভাবশালী।

অন্য একটি বর্ণনায় রাসুল (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যা ১০০ বার এই দু’আ পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে বেশি নেকি নিয়ে কেউ আল্লাহর দরবারে হাজির হতে পারবে না। তবে যারা এই দু’আর আমল করে, তারা ছাড়া।’
[সহীহ বুখারী, মুসলিম]
এছাড়াও রাসুল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়।’
[তিরমিজি, হাদিস নং : ৩৪৬৪]

Reference: Day of Judgment by Omar Suleiman

লিখেছেন

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Exit mobile version