তারাবির নামাযের মাঝখানে বা পরে এই দোয়া পড়ে এটা সহীহ কি?
এই দোয়াটি পড়া যাবে কি নাকি না পড়া উত্তম?
اللھم انا نسآلک الجنۃ ونعوذ بک من النار برحمتک یا عزیز یا غفار ۔۔۔
আরেকটি দোয়া আছে,
سبحان ذی الملک والملکوت ۔۔۔
এটাও কি পড়া যাবে কি?
তারাবির দুআ হিসাবে উপরোক্ত দুআগুলোর কোনটিই কুরআন ও হাদীস দ্বারা প্রমাণিত নয়।
তবে উপরোক্ত দু’টিতে যেহেতু দু’আ ও আল্লাহর প্রশংসা রয়েছে তাই পড়তে কোন অসুবিধা নেই।
তবে সুন্নত বা তারাবীর মধ্যে বিশেষ কোনো দুআ বিবেচনা বা মনে করা যাবে না।
فَإِذَا فَرَغْتَ فَانصَبْ
অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب
এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন
[94:7-8]
قال قتادة: فإذا فرغت من صلاتك فانصب إلى ربك فى الدعاء
এই আয়াতের ব্যাখ্যায় ক্বাতাদা রা. বলেন, আপনি যখন নামাজ থেকে অবসর পান, তখন আপনার রবের নিকট দোয়া করুন। [আহকামুল কোরআন-৩/৬৩৯]
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ مِنَ الصَّلَاةِ، قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ (سنن ابى داود، كتاب الصلاة، باب ما يقول الرجل إذا سلم-1/219، رقم-1509)
আল্লাহ্ তায়ালা ভাল জানেন