‘টাকা হলেই দান করবো’ এই মানসিকতা ঝেরে ফেলুন। দান করার জন্য অনেক টাকা থাকতে হবে, এটা জরুরি না।
আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা তাঁর মেয়েদেরকে বলতেন, “অনেক সম্পদ হলে দান করবো, এমনটা ভেবো না। ‘বাড়তি টাকা হলে দান করবো’ এমনটা ভাবলে বাড়তি টাকাও হবে না, দান করাও হবে না। বরং, যা আছে, তা থেকেই দান করো। দেখবে, তোমার ক্ষতি হবে না।”
দান করার জন্য উপলক্ষ্য খুঁজবেন না। এটাকে নিয়মিত রুটিন বানান। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রতি ওয়াক্ত নামাজে যাবার আগে দান করে যেতেন।
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, একটি খেজুর হলেও দান করো।
আপনার পকেটে ২ টাকা থাকলেও দান করতে কার্পণ্য করবেন না। সম্পদ বৃদ্ধির অন্যতম উপায় হলো দান করা। যাদের দান করার মানসিকতা থাকে, তাদের হাতে আল্লাহ অঢেল টাকা দেন। পরীক্ষিত সত্য।