Writing

সৌর পঞ্জিকা অনুযায়ী রমজানের রোজা শুরু করা যাবে কি

সূর্যের হিসাব বা সৌর পঞ্জিকা অনুযায়ী রমজানের রোজা শুরু করা যাবে কি?
না, সূর্যের হিসাব বা সৌর পঞ্জিকা অনুযায়ী রোজা শুরু করা যাবে না। ইসলামে রমজানের রোজা শুরু ও শেষ নির্ধারণ করা হয় চাঁদ (হিজরি মাসের নতুন চাঁদ) দেখার মাধ্যমে।

সুতরাং সূর্যের হিসাব বা শুধুমাত্র সৌর ক্যালেন্ডারের ওপর নির্ভর করে রোজা রাখা শরিয়ত সম্মত নয়।

আল্লাহ তাআলা বলেন,

فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهْرَ فَلْيَصُمْهُۖ
"তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস (রমজান) পাবে, সে যেন এতে রোজা রাখে।" [সূরা বাকারা :১৮৫]

এখানে “الشَّهْرَ” (মাস) বলতে চাঁদ দেখার ভিত্তিতে নির্ধারিত মাসকেই বোঝানো হয়েছে।

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلَاثِينَ
“তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। যদি চাঁদ না দেখতে পাও, তাহলে ৩০ দিন পূর্ণ করো।”
[সহিহ মুসলিম, হাদিস নং ১০৮১; সহিহ বুখারি, হাদিস নং ১৯০৯]

অন্য হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

لا تقدَّموا الشَّهرَ حتَّى تُكمِلوا العدَّةَ ، أو تروا الهلالَ ، ثمَّ صوموا ولا تُفطِروا حتَّى تروا الهلالَ أو تُكملوا العدَّةَ ثلاثينَ
“তোমরা রমজান মাসের চাঁদ না দেখার পূর্বে কিংবা শাবান মাস ত্রিশ দিন পূর্ণ হওয়ার আগে রমজানের রোজা পালন করবে না। এরপর তোমরা রমজানের রোজা পালন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না শাওয়ালের চাঁদ দেখবে কিংবা তার পূর্বেই রমজান মাস ত্রিশ দিন হবে।”
[সহিহ সুনান আন-নাসায়ী, হা/ ২১২৬, সহীহ আবু দাউদ ২০১৫, ইরউয়াউল গালীল৪/৮, ]

এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে চাঁদ দেখেই রোজা শুরু করতে হবে; সূর্যের হিসাব অনুযায়ী নয়।

তাহলে সূর্যের সময় গণনা কি কাজে লাগে?

রোজার সময় নির্ধারণ করতে— ফজর থেকে মাগরিব পর্যন্ত রোজার সময় নির্ধারণ করা হয় সূর্যের উদয় ও অস্ত যাওয়ার হিসাব অনুযায়ী। রমজান মাসের শুরু বা শেষ নির্ধারণ করতে নয়। কারণ রমজানের শুরু নির্ভর করে চাঁদ দেখার ওপর; সূর্যের ওপর নয়।

মোটকথা:

– শুধু সূর্যের হিসাব দেখে রোজা শুরু করা যাবে না।
– রমজানের শুরু ও শেষ নির্ধারণ করতে হবে চাঁদ দেখার মাধ্যমে অথবা যদি চাঁদ দেখা সম্ভব না হয়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ করতে হবে।
– সূর্যের সময় গণনা শুধু সেহরি ও ইফতারের সময় নির্ধারণের জন্য ব্যবহৃত হয়; মাসের শুরু ও শেষ নির্ধারণের জন্য নয়।

আল্লাহু আলাম।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture