সূরা সাদ: আয়াত-২৯

নিজেকে এই প্রশ্নটি করুন: “আজ আমার তেলাওয়াতের সময় কুরআন আমার কাছে কী বার্তা নিয়ে এসেছে?” আপনি যত বেশি নিজেকে এই প্রশ্ন করবেন, আল্লাহ তা’য়ালা আপনার কাছে তত বেশি জ্ঞানের দরজা খুলতে শুরু করবেন। যখন তিনি (ﷻ) দেখবেন আপনি সংগ্রাম করছেন এবং তাঁর কিতাব (ﷻ) বুঝতে চাইছেন, তিনি (ﷻ) আপনাকে কখনও হতাশ করবেন না!

كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ مُبَٰرَكٌ لِّيَدَّبَّرُوٓاْ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ
আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে।1
  1. সূরা সাদ-৩৮: আয়াত: ২৯ ↩︎

লিখেছেন

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Exit mobile version