নিজেকে এই প্রশ্নটি করুন: “আজ আমার তেলাওয়াতের সময় কুরআন আমার কাছে কী বার্তা নিয়ে এসেছে?” আপনি যত বেশি নিজেকে এই প্রশ্ন করবেন, আল্লাহ তা’য়ালা আপনার কাছে তত বেশি জ্ঞানের দরজা খুলতে শুরু করবেন। যখন তিনি (ﷻ) দেখবেন আপনি সংগ্রাম করছেন এবং তাঁর কিতাব (ﷻ) বুঝতে চাইছেন, তিনি (ﷻ) আপনাকে কখনও হতাশ করবেন না!
كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ مُبَٰرَكٌ لِّيَدَّبَّرُوٓاْ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ
আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে।1
- সূরা সাদ-৩৮: আয়াত: ২৯ ↩︎