যিলহজ্জ মাসের এই শেষের দশ দিনে নেক আমলকে আমাদের জন্য কঠিন করে তুলতে পারে এমন একটি বড় বাধা হল আমাদের পাপ। তাই আসুন আমরা প্রতিনিয়ত ইস্তিগফার করি। যে কোনো ধরনের ইস্তিগফার করলেই হবে, ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি সেগুলোর কোনোটি মনে করতে না পারেন, তাহলে আন্তরিকভাবে “আস্তাগফিরুল্লাহ” বলুন, আর দেখুন আল্লাহ তা’য়ালা আপনার জন্য কল্যাণের দরজা কিভাবে খুলে দেন।
فَقُلۡتُ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ إِنَّهُۥ كَانَ غَفَّارًا
আর বলেছি, ‘তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল’।1
يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارًا
তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন।2
وَيُمۡدِدۡكُم بِأَمۡوَٰلٍ وَبَنِينَ وَيَجۡعَل لَّكُمۡ جَنَّٰتٍ وَيَجۡعَل لَّكُمۡ أَنۡهَٰرًا
আর তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান- সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ-বাগিচা দেবেন আর দেবেন নদী-নালা।3