শুকরিয়া আদায় করতে শিখুন। আপনার জীবনে কোনো নেয়ামতকেই অবধারিত হিসাবে নিবেন না। আল্লাহ প্রদত্ত আশীর্বাদকে ধরে রাখার একটি উপায় হল তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়া। যেই আর্শিবাদ বা উপহার তিনি আপনাকে দিয়েছেন, তা উপলব্ধি করার জন্য কোন কিছু বা কাউকে হারানো পর্যন্ত অপেক্ষা করবেন না।
وَإِذۡ تَأَذَّنَ رَبُّكُمۡ لَئِن شَكَرۡتُمۡ لَأَزِيدَنَّكُمۡۖ وَلَئِن كَفَرۡتُمۡ إِنَّ عَذَابِى لَشَدِيدٌ
আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন’।
[সূরা ইব্রাহীম: আয়াত-৭]