সূরা আশ-শুরা: আয়াত-১৯

আপনি যত বেশি নিজেকে তাওবায় নিয়োজিত রাখবেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক তত বেশি মজবুত হবে। মানুষ তখন আপনার কোন ক্ষতি করতে পারবেনা, কারণ আপনি ইস্তেগফারের মাধ্যমে আল-ক্বাবিয়্যুর (সর্বশক্তিমান) সাথে সংযোগ স্থাপন করেছেন। অভ্যন্তরীণভাবে, আপনি যত বেশি স্বাধীন হবেন, তত বেশি শক্তিশালী হবেন। আপনি যখন মানুষকে আপনার নির্ভরতার আশ্রয়স্থল ভাববেন; তখন আল্লাহ তা’য়ালা থেকে আপনি দূরে সরে যাবেন, এবং অন্তরের দিক থেকে নিঃস্ব বোধ করবেন।

ٱللَّهُ لَطِيفٌۢ بِعِبَادِهِۦ يَرۡزُقُ مَن يَشَآءُۖ وَهُوَ ٱلۡقَوِىُّ ٱلۡعَزِيزُ
আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। আর তিনি মহাশক্তিধর, মহাপরাক্রমশালী।
[সূরা আশ-শুরা-৪২: আয়াত-১৯]

লিখেছেন

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Exit mobile version