সূরা আন-নুর: আয়াত-৫১

আসুন আমরা আমাদের জীবনে আল্লাহর ইচ্ছার বশ্যতা স্বীকার করি। শুধুমাত্র সন্তানদের প্রশিক্ষণ দিলে চলবে না, নিজেকেও প্রশিক্ষণ দেওয়া গুরুত্বপূর্ণ। যখন আল্লাহর নির্দেশ দেওয়া হয়, তখন আপনার জিহ্বা, হৃদয় এবং কানকে তা শোনার এবং মেনে চলার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে শুরু করুন। মনে রাখার মতো একটি শব্দগুচ্ছ হল سَمِعْنَا وَأَطَعْنَا [“আমরা শুনি এবং মান্য করি।”]। এটি বলার অনুশীলন করুন এবং এটি আপনার জীবনে প্রয়োগ করুন।

اِنَّمَا کَانَ قَوۡلَ الۡمُؤۡمِنِیۡنَ اِذَا دُعُوۡۤا اِلَی اللّٰهِ وَ رَسُوۡلِهٖ لِیَحۡکُمَ بَیۡنَهُمۡ اَنۡ یَّقُوۡلُوۡا سَمِعۡنَا وَ اَطَعۡنَا ؕ وَ اُولٰٓئِکَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ
মু’মিনদেরকে যখন তাদের মাঝে ফয়সালা করার জন্য আল্লাহ ও তাঁর রসূলের দিকে ডাকা হয়, তখন মু’মিনদের জওয়াব তো এই হয় যে, তারা বলে, আমরা শুনলাম ও মেনে নিলাম, আর তারাই সফলকাম।
[সূরা আন-নুর -২৪: আয়াত-৫১]

লিখেছেন

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Exit mobile version