তাযকিয়াহ অর্থাৎ আত্মশুদ্ধির প্রক্রিয়া কখনই বন্ধ হয় না, এমনকি যখন আমরা অসুস্থ থাকি, ভ্রমণ করি বা আনন্দে থাকি। নাফসের পরিশুদ্ধির এ পথে চলা একদিনের নয়, এর জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করতে হয়। তাযকিয়াহ হল আল্লাহর দিকে আমাদের প্রতিদিনের অবিরাম যাত্রা।
قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ
অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,
وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে।1
- সূরা আ’লা-৮৭: আয়াত-১৪-১৫ ↩︎