সূরা আ’লা: আয়াত-১৪-১৫

তাযকিয়াহ অর্থাৎ আত্মশুদ্ধির প্রক্রিয়া কখনই বন্ধ হয় না, এমনকি যখন আমরা অসুস্থ থাকি, ভ্রমণ করি বা আনন্দে থাকি। নাফসের পরিশুদ্ধির এ পথে চলা একদিনের নয়, এর জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা করতে হয়। তাযকিয়াহ হল আল্লাহর দিকে আমাদের প্রতিদিনের অবিরাম যাত্রা।

قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ
অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,
وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে।1
  1. সূরা আ’লা-৮৭: আয়াত-১৪-১৫ ↩︎

লিখেছেন

ফাহমিনা হাসানাত

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

কিছুটা লেখালেখি করি, ইসলামিক লাইনে কিছুটা পড়াশোনা করি। তাজউইদ, গ্রামার এবং কুরআন মেমোরাইজেশন এর ক্লাস করছি আলহামদুলিল্লাহ।
নিজে শিখছি, অন্যকেও শিখাচ্ছি। লেখালেখিটাও ঠিক এরকম। নিজে জানার জন্য মনের আনন্দে লিখি, শেয়ার করি।

Exit mobile version