Sheikh Ahmad UllahQ/AScholar Bangla
স্ত্রীর ডিভোর্স লেটার স্বামী গ্রহণ না করলে তালাক হবে কি
স্ত্রী তালাকনামা পাঠিয়েছে স্বামী সেটা গ্রহণ করে নাই। এ মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কি?
স্ত্রী যদি তালাকনামা পাঠায়, তাহলে স্বামী যদি গ্রহণ না করে তবে তালাক হবে কিনা?
একই কথা উল্টা দিক থেকেও করা যায় একি প্রশ্ন। স্বামী তালাকের নোটিশ পাঠাইছে, স্ত্রী সেটা রিসিভ করে নাই, তাহলে তালাক হবে কিনা?
তালাক যদি শরীয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয়, তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই, এটার উপর শরীয়ত দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না। কথা কি বুঝাতে পারছি।
স্বামী তালাক লিখে পাঠিয়েছে চিঠি, স্ত্রী সেটা গ্রহন করে নাই।