Q/A

স্ত্রীর সাথে সহবাসের সময় অন্য নারীর অবয়বকে কল্পনা করে ফেলি

আমি যখন স্ত্রী সহবাস করি তখন হঠাৎই বাহিরে দেখে আসা মহিলাদের কল্পনা করে সহবাস করে ফেলি। এমনটা করা কি পাপ? পাপ হলে এ থেকে বাচবো কিভাবে?
যদি কেউ তার স্ত্রীর সাথে সহবাসের সময় অন্য নারীর অবয়বকে কল্পনা করে তাহলে সে গুনাহগার হবে। (আল আদাব ৯৮)
স্ত্রী সহবাসের সময় অন্য নারীর প্রতিচ্ছবি কল্পনা করা, অনুরূপভাবে নিজ স্বামীর সাথে সহবাসের সময় অন্য পুরুষের কল্পনা করার বিষয়টিকে প্রত্যেক সুস্থ বিবেকমান মুমিনই মন্দ ও নিন্দার চোখেই দেখে থাকে। আর হাদিসে আছে,

ما رأى المسلمونَ حسنًا فهوَ عندَ اللهِ حَسَنٌ وما رَأَوا سيِّئًا فهو عندَ اللهِ سيئٌ
মুসলিমরা (ঈমানি বিবেক নিয়ে) যে জিনিস ভালো চোখে দেখে তা আল্লাহর কাছে ভালো। আর মুসলিমরা যে জিনিস মন্দ চোখে দেখে সেটা আল্লাহর কাছে মন্দ।
( মুসনাদে আহমাদ ৫/২১১)

অপর হাদিসে এসেছে,
عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ الْمَرْأَةَ تُقْبِلُ فِي صُوْرَةِ شَيْطَانٍ وَتُدْبِرُ فِي صُوْرَةِ شَيْطَانٍ إِذَا أَحَدُكُمْ أَعْجَبَتْهُ الْمَرْأَةُ فَوَقَعَتْ فِي قَلْبِهِ فَلْيَعْمِدْ إِلَى إِمْرَأَتِهِ فَلْيُوَاقِعْهَا فَإِنَّ ذَلِكَ يَرُدُّ ماَ فِي نَفْسِهِ.
জাবির রাযি. বলেন, রাসূল ﷺ বলেছেন, নিশ্চয়ই মহিলারা শয়তানের আকৃতিতে আসে আর শয়তানের আকৃতিতে যায়। যদি কোন নারীকে তোমাদের কাউকে ভাল লাগে এবং সে অন্তরে গেঁথে যায়, তাহলে সে যেন তার স্ত্রীর নিকট চলে যায় এবং তার সাথে মিলনে লিপ্ত হয়। নিশ্চয়ই এ মিলন অন্তরের মন্দ পরিকল্পনা দূর করে দিবে।
(মুসলিম ৩৪৭৩)।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Islami Lecture