স্বামী কিছুতেই বাবা হতে পারেন না। তাই তাকে বাবা বলে ডাকাও যাবে না। এমনকি দুষ্টামি করেও ডাকা যাবে না। তবে এতে বিবাহ নষ্ট হয়ে যাবে না।
হাদিস শরিফে এসেছে-
عن خالد عن أبي تميمة الهجيمي أن رجلا قال لامرأته “يا أخية” فقال رسول الله صلى الله عليه و سلم “أختك هي؟” فكره ذلك ونهى عنه
‘এক লোক তার স্ত্রীকে বলল: হে বোন। তখন রাসূল (সা.) তাকে বললেন: সে কি আসলেই তোমার বোন?
অর্থাৎ তিনি তা বলা অপছন্দ করলেন এবং এমন কথা বলতে নিষেধ করলেন।’
[সুনানে আবু দাউদ, হাদিস: ২২১০]
আসসুনানুল কুবরা, বায়হাকি ৭/৩৬৬; রদ্দুল মুহতার ৩/৪৭০