স্ত্রী যদি ঝগড়া করে স্বামী কে আব্বা বলে তার হুকুম কি

স্বামী কিছুতেই বাবা হতে পারেন না। তাই তাকে বাবা বলে ডাকাও যাবে না। এমনকি দুষ্টামি করেও ডাকা যাবে না। তবে এতে বিবাহ নষ্ট হয়ে যাবে না।

হাদিস শরিফে এসেছে-
عن خالد عن أبي تميمة الهجيمي أن رجلا قال لامرأته “يا أخية” فقال رسول الله صلى الله عليه و سلم “أختك هي؟” فكره ذلك ونهى عنه
‘এক লোক তার স্ত্রীকে বলল: হে বোন। তখন রাসূল (সা.) তাকে বললেন: সে কি আসলেই তোমার বোন?
অর্থাৎ তিনি তা বলা অপছন্দ করলেন এবং এমন কথা বলতে নিষেধ করলেন।’
[সুনানে আবু দাউদ, হাদিস: ২২১০]

আসসুনানুল কুবরা, বায়হাকি ৭/৩৬৬; রদ্দুল মুহতার ৩/৪৭০

লিখেছেন

আমির হামজা সিদ্দিক​

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

আমির হামজা সিদ্দিক

রাসুল সা: বলেছেন ,ভালো কথাও একটি সদকাহ (আল হাদিস)

Exit mobile version