অনুমতি ব্যতিত অফিস স্টাফদের একদিনের বেতন দান করে দিলে জায়েজ হবে কি?
আমার কোম্পানি বর্ণাত্মদের উদ্দেশ্যে প্রত্যেকের একদিনের স্যালারি বা সমপরিমান বেতন দান করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি?
এটা কি কোম্পানি উদ্ধারণের জন্য জায়েজ হয়েছে?
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক কোম্পানি আস সুন্নাহ ফাউন্ডেশনের কাছেও তাদের কর্মকর্তা কর্মচারীদের একদিনের স্যালারি জমা দিয়েছেন।
প্রশ্ন হলো কোম্পানি যদি পুরো তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিতে চান তাহলে সেক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে কিনা?
উত্তর হলো অবশ্যই নিতে হবে, যেহেতু এটা শ্রমিক এবং যারা অফিসার আছেন, কোম্পানির যারা এমপ্লয়ী আছেন তাদের অধিকার, তাদের বেতন, অতএব তাদের পারমিশন ছাড়া এটা কোম্পানি দান করতে পারে না। কোম্পানি যদি একটি ঘোষণা দিয়ে দেন যে, আমরা একদিনে বেতন সবার কাছ থেকে কেটে নিলাম এবং এটা অমুক জায়গায় দান করে দিলাম। এই ঘোষণা কিন্তু এই দান বৈধ হওয়ার জন্য শরীয় দৃষ্টিকোণ থেকে বৈধ হওয়ার জন্য যথেষ্ট নয়।
বরং সবার অনুমোদন লাগবে এরকম হতে পারে যে একটা জেনারেল ঘোষণা হলো যে এ ব্যাপারে কারো আপত্তি থাকলে বলতে পারেন তাকে সম্পূর্ণভাবে তার পরিচয় গোপন রেখে তার প্রাইভেসি ঠিক রেখে তাকে তার বেতনের টাকাটা দিয়ে দেওয়া হবে।
হতে পারে ফাউন্ডেশন বা অন্য কোন দাতব্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ওই কোম্পানি তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিবেন সেই কোম্পানিতে কোন একজন এমপ্লয়ী দিতে চাচ্ছেন না।
তাহলে আপনি কোম্পানি জোর করে তার কাছ থেকে এটা নিতে পারেন না। এই রাস্তা অবশ্যই রাখা উচিত যে যদি কোন এমপ্লয়ী কোন প্রকার আপত্তি জানান তাহলে তার স্যালারি টাকা কাটা যাবে না, বরং তার ছাড়া এটা ঠিক থাকবে এবং এটার জন্য তাকে কোন হ্যারেজমেন্ট করা যাবে না, সিন ক্রিয়েট করে তার কাছ থেকে আদায় করা যাবে না। এই প্রাইভেসি বা এই স্বাধীনতা রেখে তারপরে যদি আপনি ডিক্লেয়ার দেন এরপর যদি আপনাকে কেউ অনাপত্তি না জানান এবং সবার কাছে বার্তা যায় এবং আপত্তি জানানোর জন্য যদি তার কোন অসুবিধা না হয় সেরকম স্বাধীনতা প্রকাশ করার সুযোগ থাকে তার মানহানির কোন সম্ভাবনা না থাকে, তাহলে আপনি এভাবে করতে পারেন।
তা না হলে জাস্ট একটা ঘোষণা দিলেন নির্বাহী একটা আদেশ দিয়ে আপনি একদিনের স্যালারিকে কেটে ফেললেন, এটা কিন্তু জায়েজ হবে না।
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ নবী কারীম সাল্লাল্লাহু পরিষ্কারভাবে বলেছেন কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া সম্পূর্ণ সন্তুষ্টি ছাড়া আসলে আপনি কোন জায়গায় ব্যয় করতে পারবেন না, এটা জায়েজ হবে না।