নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী নিয়ে লক্ষাধিক বই প্রকাশিত। মুসলিম-অমুসলিম অনেকেই তাঁর জীবনী লিখেছেন। তাঁর প্রতি ভালোবাসা, ভক্তি থেকে কেউ জীবনী লিখেছেন, কেউ লিখেছেন তাঁর প্রতি ঘৃণা প্রকাশের জন্য।
কখনো কি ভেবেছেন, সর্বপ্রথম কে নবিজীর জীবনী লিখেন?
তিনি হলেন আবান ইবনে উসমান ইবনে আফফান রাহিমাহুল্লাহ। প্রখ্যাত সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ছেলে।
প্রথম সীরাত গ্রন্থের ক্রেডিট দেয়া হয় ইবনে ইসহাক রাহিমাহুল্লাহর সীরাত গ্রন্থকে। এটার পরিমার্জিত ভার্সন ‘সীরাত ইবনে হিশাম’।
কিন্তু, তারও আগে সীরাতগ্রন্থ লেখা শুরু হয়েছিলো। যদিও সেগুলোর বেশিরভাগই পাওয়া যায় না।