যে মা তার সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তার জন্য রোজা রাখা ফরজ কি না?
রমজানে রোজা রাখলে মায়ের যদি সন্তানকে বুকের দুধ খাওয়াতে কোনো সমস্যা না হয় এবং সন্তানের কোনো ক্ষতি না হয় তাহলে মায়ের জন্য রোজা রাখা বাধ্যতামূলক। কিন্তু রোজা রাখার ক্ষেত্রে প্রাণের আশঙ্কা থাকলে মা রোজা রাখবেন না বরং স্থগিত করতে পারেন।
(ফতোয়া: 1024/885/B=11/1439)