শুক্রবার মারা গেলে তার কবরের আজাব মাফ হয়ে যায়?
প্রশ্ন হল যে লোকটা জীবনভর নামাজ পড়লো না, মানুষের হক নষ্ট করলো, যিনা বা ব্যভিচার করলো এবং শুক্রবার মারা গেল, তার কি কবরের আজাব মাফ হবে।
বিষয়টা আসলে আল্লাহ তায়ালার পর এখতিয়ার উপর নির্ভর করে, যদি কেউ জুম্মাবার মৃত্যুবরণ করেন তাহলে সে ক্ষেত্রে তার কবরে ফিতনা বা পরীক্ষার মুখোমুখি তিনি হন না।
এটা হয়তো বা এ সমস্ত মানুষদের জন্য যারা বেসিক্যালি নেককার যে লোকটা বেসিক্যালি বদকার জুমাবার মৃত্যুটা তার জন্য কোন এহসান নয় সেটা নেহাতি কাকতাল হতে পারে, আবার এমন হতে পারে যে কোন মানুষ তিনি ঈমানদার তার হয়তো কোন আমলে ত্রুটি ছিল আল্লাহ তাআলা তার বিশেষ কোনো আমল পছন্দ করার কারণে তাকে কবরের আজাব থেকে মুক্তি দেবার জন্য এটি হতেও পারে।