শুকরিয়ার সিজদা কীভাবে দেবেন
আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য বা কোন নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নামাজের বাহিরে সেজদা দেওয়া যাবে কি?
সেজদা দেওয়া গেলে সঠিক নিয়ম কি?
আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য নামাজের বাহিরে আপনি একটি সেজদা দিয়ে বা দুটি সেজদা দিয়ে আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আছে। বিশেষ করে সেজদা যেহেতু বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারে, সেজদায় গেলে দোয়া করার ব্যাপারে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা রয়েছে। অতএব সিজদায় গিয়ে আপনি দোয়া করতে পারবেন বা চাইতে পারবেন।
এজন্য আপনি সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ করবেন এবং আপনি আল্লাহর কাছে যা খুশি তা পেশ করবেন, চাওয়াগুলো কে বিনিময় আল্লাহর কাছে নিবেদন করবেন।
এর পাশাপাশি আল্লাহ আপনাকে যে নেয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করবেন এবং পেয়েছেন সেজন্য আপনি সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন এবং সেখানে গিয়ে সুবহানা রব্বিয়াল আলা পাঠ করতে থাকলেন এরপর আপনি মাথা উঠালেন যথানিয়মে এর মাধ্যমেও আপনি সেজদা করতে পারবেন। আবার প্রার্থনার জন্য দোয়া করতে পারবেন সেজদায় লুটিয়ে পড়তে পারবেন।