শরীর বা কাপড়ে কুরবানীর পশুর রক্তসহ নামায পড়ার বিধান
কুরবানীর পশুর জবাই করতে এবং কুটাকাটা করার সময় জামাকাপড়ে রক্ত লেগে যায়। এগুলোসহ নামায পড়লে নামায সহীহ হবে কি?
পশু জবাইয়ের সময় যে রক্ত বের হয়, কেবল সেটাই নাপাক এবং হারাম। এর থেকে এক দিরহাম/আধুলি পরিমাণ শরীর বা কাপড়ে লেগে থাকলে তা সহ নামায পড়া সহীহ হবে না।
অনুরূপভাবে এটা খাওয়া হারাম ও ক্রয়-বিক্রয় করা হারাম।
তবে গোশত ও দেহের ভেতরে যে রক্ত থাকে, এমনকি জাবাইয়ের জায়গায় যে রক্ত লেগে থাকে ; তাও সম্পূর্ণ পবিত্র ও হালাল। এগুলো কাপড়ে বা দেহে লেগে থাকলে কোনো অসুবিধা নেই। এগুলোসহ নামায আদায় করা যাবে। তবে শর্ত হলো, অযুতে ধোয়ার অঙ্গসমূহে লেগে থাকলে তার নিচে পানি পৌঁছাতে হবে।
অনুরূপভাবে গোশতের ভেতরকার এসব রক্ত হালাল। এ রক্তসহ গোস্ত রান্না করতে অসুবিধা নেই ।
পরামর্শ : যবাইয়ের সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যেন দেহ বা কাপড়ে রক্ত না লাগে, অথবা কম লাগে। লেগে গেলে তখনই সেটা ধুয়ে পরিস্কার করা। অনুরূপভাবে যবাইয়ের স্থানে
ভালোভাবে পানি ঢেলে পরিস্কার করে ফেলা, যেন চামড়ায় রক্ত জমাট বাঁধতে না পারে।
যবাইয়ের প্রবাহিত রক্ত ছাড়া পরবর্তী রক্তগুলো নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। এগুলো সবই পবিত্র।
আল্লাহই সর্বজ্ঞ।