স্বপ্নে কাপড় দেখা

কাপড় দেখার ব্যাখ্যা করা হয়— ‘মহিলা’। আর এই ব্যাখ্যাটি নেয়া হয়েছে আল-কুরআনের নিম্নোক্ত আয়াত থেকে—

هُنَّ لِبَاسٌ لَّکُمۡ وَ اَنۡتُمۡ لِبَاسٌ لَّهُنَّ ؕ
অনুবাদ: তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ।1

এই আয়াতে নারীদেরকে পুরুষদের পোশাক বলে ঘোষণা করা হয়েছে। আর এখান থেকেই কাপড়ের ব্যাখ্যা নেয়া হয়, মহিলা। তবে অবস্থাভেদে তার সময়পোযোগী ব্যাখ্যা দেওয়া হবে।

এর একটি উদাহরণ: এক মহিলা একজন শায়খের কাছে একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো। শায়খ জিজ্ঞেস করলেন, ‘কী তোমার স্বপ্ন?’
তখন মহিলা বললো, ‘আমি স্বপ্নে দেখেছি, আমার স্বামী একটি ছেঁড়া-ফাঁড়া-ময়লা কাপড় পড়ে সব সময় ঘুরে বেড়ায়। এর ব্যাখ্যা কী?’ শায়খ ঐ মহিলার স্বপ্নের ব্যাখ্যায় বলেন, ‘তোমার স্বামীর ঐ ছেঁড়া-ফাঁড়া-ময়লা কাপড় তুমি নিজেই। এখন নিজেই খুঁজে দেখো, তোমার মধ্যে সেই খেয়ানত ও ময়লা-আবর্জনা কী?’

  1. 2:187 ↩︎

লিখেছেন

মাহমুদ বিন নূর

আমি ফুল হয়ে ফুটতে চাই;
প্রভাতের স্নিগ্ধ আলো গায়ে মেখে,
নতুন করে সাজতে চাই

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন
Exit mobile version