শয়তানের গিট্টু

মুমিনের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলুন তো?
অনেকে বলবেন গুণাহ থেকে বেঁচে থাকা,আবার কেউ কেউ বলবেন আমল ধরে রাখা, কেউ তো সমষ্টিগত ভাবে বলবেন ফিতনাময় এই ধরনীতে ঈমান ধরে রাখা। প্রতিটি কথাই সত্য।

তবে শিশিরের বিন্দু গায়ে মাখতে মাখতে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গরম নিঃশ্বাস ফেলতে ফেলতে যেটা অনুভব করলাম মুমিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উত্তম ঘুম ও উষ্ণ বিছানা ছেড়ে ফজরের সময় জাগ্রত হয়ে “আসসালাতু খাইরুম মিনাম না’ওম” এই ডাকে সাড়া দিতে পারা। আমরা অনেকেই ঐ সময়টায় জাগ্রত হ‌ই,কানের সামনে বাজতে থাকা অ্যালার্ম বন্ধ করে ভাবতে থাকি আর দুইটা মিনিট। কিন্তু বাহিরের শীতের বিপরীতে ঘরের উষ্ণতা আমাদের দুই মিনিটকে বিশ মিনিট,বিশ মিনিট থেকে এক ঘন্টা বানিয়ে দেয়। ঠিক ওয়াক্ত শেষ হবার তিন চার মিনিট পর বোধোদয় হয় অঘটন একটা ঘটে গেছে, শয়তানের কাছে আমি হেরে গেছি।

নবীজি ﷺ বলেছেন,

“যখন তোমাদের কেউ ঘুমায় তখন শয়তান তার গ্রীবাদেশে তিনটি গিট বাঁধে; যার প্রত্যেকটিতে লিখে “তোমার রাত দীর্ঘ হোক, তুমি ঘুমাও”।
এরপর যখন সে জাগ্রত হয়ে আল্লাহর যিকির (ঘুম থেকে উঠার দুআ পড়ে) করে তখন একটি বাঁধন খুলে যায়, এরপর যখন সে ওযূ করে তখন আরেকটি বাঁধন খুলে যায়, এরপর যখন সে ছালাত আদায় করে তখন তৃতীয় বাঁধনটিও খুলে যায়। যার ফলে সে আনন্দ মনে প্রফুল্ল আত্মা নিয়ে সকাল করে। নচেৎ খারাপ মন নিয়ে অলস চিত্তে সকাল করে।”
[সহীহ বুখারী, হাদীস ১১৪২]

লিখেছেন

John Doe

জেনারেল লাইনে পড়াশোনার ব্যস্ততায় দ্বীনি জ্ঞানার্জনের সুযোগ খুবই কম পেয়েছি তারপরও অনলাইন ভিত্তিক দাওয়াহ এবং ইসলামী ব‌ইয়ের সুবাদে ইসলাম সম্পর্কে জ্ঞানার্জনের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ।
সেই জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ইসলামের সৌন্দর্যকে উম্মাহর সামনে ফুটিয়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখেই আমার এই টুকটাক লেখালেখি।

All Posts

জেনারেল লাইনে পড়াশোনার ব্যস্ততায় দ্বীনি জ্ঞানার্জনের সুযোগ খুবই কম পেয়েছি তারপরও অনলাইন ভিত্তিক দাওয়াহ এবং ইসলামী ব‌ইয়ের সুবাদে ইসলাম সম্পর্কে জ্ঞানার্জনের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ।
সেই জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ইসলামের সৌন্দর্যকে উম্মাহর সামনে ফুটিয়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখেই আমার এই টুকটাক লেখালেখি।

Exit mobile version