শবে কদরের কি বিশেষ সালাত আছে?
এ রাতে কি সালাতুত তওবা, সালাতুল হাজত বা সালাতুল তাসবীহ পড়া যাবে?
শবে কদরের জন্য আলাদা কোন নামায নেই। বরং সাধারণ তারাবীহ/তাহাজ্জুদ সালাতগুলো দীর্ঘ কিয়াম, কিরাআত, রুকু, সেজদা ইত্যাদির মাধ্যমে পড়াই যথেষ্ট।
তবে কেউ ইচ্ছা করলে এ রাতে সালাতুত তওবা বা তওবার দু রাকআত নামায পড়তে পারে। কিন্তু এটি এ রাতের সাথে নির্দিষ্ট নয় বরং তা যে কোন সময় পড়া যেতে পারে।
আর সালাতুল হাজত বা অভাব পূরণের নামায সম্পর্কে কোন সহীহ হাদিস নাই। এ ব্যাপারে কিছু হাদিস পেশ করা হয় কিন্তু সেগুলো কিছু বানোয়াট আর কিছু দুর্বল। বরং ফরয, সুন্নাত অথবা সাধারণ নফল সালাত আদায় করার সময় সেজদায় বা তাশাহুদে বসে সালাম ফিরানো পূর্বে নিজের অভাব-অভিযোগ তুলে ধরে দুয়া করা যায়। অনুরূপভাবে সালাত আদায় করার পরও নিজের প্রয়োজন পূরণের জন্য দুআ করা যেতে পারে।
আর সালাতুত তাসবীহ পড়ার ব্যাপারে মুহাদ্দিসদের মাঝে প্রবল দ্বিমত আছে। কিন্তু সার্বিক দৃষ্টিকোণ থেকে তা পড়া জায়েজ বলেই একদল মুহাদ্দিস মত প্রকাশ করেছেন। সুতরাং কেউ যদি শবে কদরে এ সালাত আদায় করতে চায় করতে পারে। কিন্তু তা এ রাতের জন্য নির্দিষ্ট নয় বরং যে কোন দিন তা পড়া জায়েজ রয়েছে।
আল্লাহু আলাম