শবে বরাতের রাতে গোসল করা ও ১২ রাকাত নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে কোরআন হাদিসের এই আলোকে সম্পর্কে জানতে চাই।
একসময় যখন শবে বরাত যখন হতো, মধ্য শাবানের রাত যখন হতো, তখন শীতকাল ছিল না, তখন এই জাল হাদিসের উপরে অনেকে আমল করেছে, এখন আসলে জাল হাদিস ওই শুধু কিছু বই পুস্তককেই আছে আমল করার লোকও নাই, কারণ যে শীত পড়ে দিনেই অনেকে গোসল করতে চায় না কিসের রাতে গোসল করবে।
এইটা নিয়ে এখন আর নতুন করে আলাপ না করলেও চলে, যারা এটাকে সওয়াবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে।
খোলাসা কথা হলো, যে শবে বরাত বা মধ্য শাবানের রাতে গোসল করার বিষয়ে কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, সেই সাথে এই ১২ রাকাত নামাজের এরকম কোন ধরাবাধা নামাজের কথাও হাদিসে বর্ণিত নাই।
তবে এই রাতে আল্লাহ তায়ালা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন বর্ণে হাদিস আছে, যার কারণে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলো ক্ষমা চাওয়ার মতই কাজ করলো সেটা হতে পারে কিন্তু কোন ফিক্স আমল, কোন ফিক্স রাকাত সংখ্যা এরকম কোন কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি।