Shera Upahar By Mahmud Faysal Gojol Lyrics

সেরা উপহার গজলটি লিখেছেন হোসাইন নূর এবং সেরা উপহার গজলটি লিখেছেন মাহমুদ ফয়সাল।
Song: Shera Upahar
Lyric: Hossain Noor
Tune & Singer: Mahmud Faysal
Original Singer: Kamrul Hasan Abir
নেই কিছু আমার, সামনে দাঁড়াবার
ইচ্ছে পুষি তবু তোমায় পাওয়ার।
দয়াময় হে প্রভু কবুল করে নাও
আর্জি আমার..এই আর্জি আমার…
তুমি ছাড়া চাই না, আমি কিছু আর!
তোমায় পাওয়া হবে, সেরা উপহার।
দুর্বল এই আমি ফেঁসে আঁধারে
করেছি বসত গোনাহের ধারে!
এতটা পাপী জেনেও তবু
করুণা করো তুমি বারেবার। ||
তুমি ছাড়া চাই না, আমি কিছু আর!
তোমায় পাওয়া হবে, সেরা উপহার।
নেই কিছু আমার, সামনে দাঁড়াবার
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার
নেক তরী শূন্য কূলহারা নদে
জীবন আমার ডোবে ঘোর বিপদে!
অনুতাপী মনে হায় চেয়ে রই
কাতর নয়নে তোমাতে আবার।
তুমি ছাড়া চাই না, আমি কিছু আর!
তোমায় পাওয়া হবে, সেরা উপহার।
নেই কিছু আমার, সামনে দাঁড়াবার
আল্লাহু আল্লাহু আল্লাহু আকবার