শারীরিক দুর্বলতা কাটে না, অনেক ঔষধপত্র খাওয়ার পরেও, একটি দোয়া শিখায় দেন।
প্রিয় ভাইয়েরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের জন্য বহু ধরনের দোয়া শিখিয়েছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে এগুলো আমাদের জন্য নেয়ামত, আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে জেনে বুঝে এই দোয়াগুলো শিখেছেন।
নবীজি একটা দোয়ায় তিনটা বান্দাদের জন্য নেয়ামতের কথা বলেছেন, একটা আল্লাহর নবী বলছেন
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ
উচ্চারণ : আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি; আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। লা ইলাহা ইল্লা আনতা
অর্থ : হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।
আল্লাহুম্মা আফিনি ফি বাদানি
হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي হে আল্লাহ, আল্লাহ তুমি আমার শরীরকে শেফা দান করে দাও, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি আল্লাহ তুমি আমার চোখকে নিরাপত্তা দিয়ে দাও শেফা দান করে, আল্লাহুম্মা আফিনি ফি সামী আল্লাহ তুমি আমার কানকে ভালো করে দাও, এরপরে তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আনত তুমি ছাড়া কোন ইলাহ নাই।
এই দোয়াটা মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামীনের রাসূল বললেন আল্লাহ তুমি আমার শরীরকে ভালো করে দাও, এরপরে কিসের জন্য দোয়া করলেন চোখের জন্য, আর কানের জন্য, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ইনপুট আছে ব্রেন যে প্রসেসিং করে ওই প্রসেসিং এ মানুষের জীবনের ইনপুট হচ্ছে দুইটা চোখ আর কান, আপনার চোখ যদি না থাকে আর কান যদি না থাকে আপনি ব্রেনের কোন কিছু প্রক্রিয়া করার মতো নিতে পারবেন না।
তাহলে মানুষের যে মস্তিষ্ক গরম হয়, শরীর যে খারাপ হয়, এর অধিকাংশ মানুষের চোখ আর কানের অপরাধের কারণে, চোখের গুনাহ চোখ দিয়ে যে শরীরের মধ্যে গরম ঢুকে আমার মধ্যে, যেই সকল হারাম ঢুকে আমার মধ্যে, কান দিয়ে ঢুকে এই দুইটা ঠিক হয়ে গেলে মানুষের শরীর অনেকাংশে ঠিক হয়ে যায়।
এইজন্য আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহুম্মা আফিনি ফিদানি আল্লাহ তুমি আমার শারীরিক সুস্থতা দাও, তুমি আমার কানের সুস্থতা দাও, চোখের সুস্থতা দাও, তথা চোখ থেকে গুনাহ থেকে হেফাজত করো, কান থেকে গুনাহ হেফাজত করো। সুতরাং এই দোয়া যদি কেউ তার লাইফে নিতে চায় তাহলে চোখ আর কানের গুনাহ তার ছাড়তে হবে তার শরীর অনেকাংশে ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।
এই দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে শারীরিক দুর্বলতা কাটায় দিবেন, সাথে সাথে একটু করে মধু খাওয়ার জন্য চেষ্টা করেন, একটু করে কালোজিরা খাওয়ার জন্য চেষ্টা করেন, আর বেশিরভাগ আমাদের রোগবালাইয়ের অন্যতম কারণ এখন আমরা রোদে যায় না।
আগের মানুষ রোদে ছিল এখন রোদের বাহিরে সকাল বেলার রোদে খালি গায়ে যদি একটু দৌড় ঝাঁপ আমরা করতে পারি। দেখবেন শরীরের মধ্যে অনেক এনার্জি আমাদেরকে খালি ভিটামিন ডি খাওয়া খাওয়াইয়া আমাদেরকে শেষ করে ফেলতেছে।
প্রিয় ভাইয়েরা আমরা রোদে যাই না নানান সমস্যা ওষুধ খাইয়া শেষ কিন্তু শরীরে ভিটামিন ডি নাই কোন ওষুধ শরীরের মধ্যে অ্যাক্টিভ হতে পারে না ভিটামিন ডি না থাকলে।