সাপ হত্যা করতে গিয়ে একজন সাহাবী ইন্তেকাল করেন

একটি সাপ হত্যা করতে গিয়ে একজন সাহাবী ইন্তেকাল করেন!
সেই সাহাবী রাসূলুল্লাহর ﷺ সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে তিনি পরিবারের কাছে ফিরে যাবার অনুমতি চান। রাসূলুল্লাহ ﷺ তাকে অনুমতি দেন।

বাড়িতে গিয়ে দেখতে পান তার স্ত্রী বাড়ির বাইরে। এটা দেখে তার প্রচণ্ড রাগ হয়। তিনি স্ত্রীকে মারতে যান, তখন তার স্ত্রী বললেন, “আগে ঘরে গিয়ে দেখুন কী আছে।”
তিনি ঘরে গিয়ে দেখলেন বিছানায় একটি সাপ।
সেই সাপটিকে বর্শা দিয়ে গেঁথে উঠোনে নিয়ে আসেন। সাপটি ছটফট করছিলো।

হঠাৎ করে দেখা যায় সেই সাহাবী ইন্তেকাল করেন!
সাপটিও মারা যায়।
কেউ বুঝতে পারলো না কী হয়েছে।

রাসূলুল্লাহ ﷺ -কে সাহাবীরা ঘটনাটি বললে রাসূলুল্লাহ জানান- “মদীনার জিনরা ইসলাম গ্রহণ করেছে (সাপের রূপধারণ করছে)।”
মদীনায় সাপ হত্যার নতুন বিধান জারি হয়। সাহাবীগণ সাপ হত্যায় সাবধানতা অবলম্বন করতে লাগলেন।1

পর্ব ০২

সাহাবীরা জানতেন না যে, তারা যে সাপটিকে দাফন করেছিলেন, সেটা ছিলো একটি জিন!
কয়েকজন সাহাবী হজ্জে যাবার সময় দেখলেন একটি সাপ ছটফট করে মারা যাচ্ছে।
সাপটি মারা গেলে তারা তাদের সাথে থাকা কাপড়ে সাপটি পেঁচিয়ে দাফন করেন।
অতঃপর তারা চলে যান মক্কায়, মসজিদুল হারামে।
সেখানে একজন লোক তাদেরকে জিজ্ঞেস করলো, “আপনাদের মধ্যে কে আমর ইবনে জাবেরের সঙ্গী?”
তারা এই নামে কাউকে চিনেনই না।

সেই লোক বললো, “আপনারা যে সাপকে দাফন করে এসেছেন, তিনি হলেন আমর ইবনে জাবের।”
সাহাবীরা বেশ অবাক হলেন।
সাপটি আবার কীভাবে আমর ইবনে জাবের হবেন?
লোকটি বিস্তারিত বললো।

রাসূলুল্লাহ ﷺ -এর দাওয়াতে যেসব জিন ইসলাম গ্রহণ করেছিলো, আমর ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাঁদের মধ্যে একজন।
তিনি ছিলেন একজন জিন সাহাবী!

সেই লোকটি সাহাবীদেরকে ধন্যবাদ জানিয়ে বলে,
“আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন।”2

পর্ব ০৩

সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ঘরে সাপের বেশে একটি জিন ঢুকলো! তাঁর স্ত্রী তাঁকে খবর দিলেন ঘরে যাবার জন্য। ঘরে গিয়ে দেখলেন একটি সাপ।
স্ত্রী বললেন, “আমি বাইরে ওয়াশরুমে গিয়েছিলাম। তখন এই সাপটি দেখেছিলাম। এখন ঘরে এসে দেখছি এই সাপ এখানে। আমি নিশ্চিত এটা একই সাপ।”
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু খুতবা পড়লেন।

অতঃপর সাপের উদ্দেশ্যে বললেন,
“নিশ্চয়-ই তুমি আমাকে কষ্ট দিয়েছ। আল্লাহর কসম করে আমি তোমাকে বলছি, এরপর যদি আমি ‎তোমাকে দেখি, তাহলে আমি তোমাকে হত্যা করব।”
এটা শুনে সাপটি চলে গেলো।

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একজন লোক পাঠালেন দেখার জন্য যে সাপটি কোথায় যায়।

দেখা গেলো সাপটি মসজিদে নববিতে গেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিম্বারের কাছে গিয়ে অদৃশ্য হয়ে গেলো!3

পর্ব ৪

জিনরাও হজ্জ-উমরা করে!

একদিন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন একটি সাপ বাইতুল্লাহ সাত বার তাওয়াফ করছে। তারপর মাকামে ইব্রাহিমে গিয়ে নামাজের মতো করে নামাজ পড়ছে।
এটা দেখে তিনি বুঝতে পারলেন এই সাপটি মূলত জিন।

জিন যেসব প্রাণীর বেশ ধরে তারমধ্যে অন্যতম হলো সাপ হলো অন্যতম।

জিনের ইবাদত শেষ হলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তাকে উদ্দেশ্য করে বলেন, “হে জিন! তোমার ইবাদত তো শেষ হয়েছে। এখানে আর থেকো না। মূর্খ লোকরা তোমাকে উত্যক্ত করতে পারে।”

এটা শুনে মুহূর্তের মধ্যে সাপটি কুন্ডলি পাকিয়ে বসলো এবং আকাশে উড়াল দিলো!4

  1. মুয়াত্তা ইমাম মালিক: ১৭৭০ ↩︎
  2. ইমাম ইবনে হাজার আসকালানী, আল-ইসাবাতু ফি তাময়িজিস সাহাবা: ৪/৫০৩ ↩︎
  3. বদরুদ্দীন শিবলী কৃত আকামুল মারজান ফি আহকামিল জান্ন। পৃ. ৭৪ ↩︎
  4. আবু নুআইম, দালাইলুন নবুওয়াহ, ৫১৫ ↩︎

লিখেছেন

আরিফুল ইসলাম (আরিফ)

পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার কলম তাকে উজ্জীবিত করেছে স্বীয় বিশ্বাসের প্রাণশক্তি থেকে।
অনলাইন এক্টিভিস্ট, ভালোবাসেন সত্য উন্মোচন করতে এবং উন্মোচিত সত্যকে মানুষের কাছে তুলে ধরতে।

লেখকের অন্যান্য সকল পোষ্ট পেতে ঘুরে আসুন

পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার কলম তাকে উজ্জীবিত করেছে স্বীয় বিশ্বাসের প্রাণশক্তি থেকে।
অনলাইন এক্টিভিস্ট, ভালোবাসেন সত্য উন্মোচন করতে এবং উন্মোচিত সত্যকে মানুষের কাছে তুলে ধরতে।

Exit mobile version