স্বামী মারা গেলে স্ত্রীর গয়না গাটি কি সাথে সাথে খুলে ফেলতে হবে?
এ বিষয়ে ইসলাম কি বলে?
আমাদের সমাজে স্বামীর মৃত্যুর পর তার জন্য শোক প্রকাশের জন্য নারীদের সাজসজ্জা থেকে বিরত থাকতে দেখা যায়। তাছাড়া প্রায় সব অঞ্চলেই বিধবাদের সাদা পোশাক পরার রেওয়াজ রয়েছে। অনেকে এটাকে শুধু একটি সামাজিক প্রচলন বলে মনে করেন। অনেকে এটাকে শরীয়তের বিধান মনে করলেও এ ব্যাপারে তেমন সতর্ক নন। একইভাবে অনেকেই এসব বিষয়কে কুসংস্কার বলে মন্তব্য করেন।
জানার বিষয় হলো, আসলে এ ব্যাপারে শরীয়তের নির্দেশনা কি?
স্বামীর মৃত্যুর পর স্ত্রীর কি করা উচিত?
স্বামীর মৃত্যুর পর স্ত্রীর জন্য ইদ্দতের সময় (গর্ভাবস্থায় যদি হয়ে থাকে, তাহলে সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত আর যদি গর্ভাবস্থায় না হয়ে থাকে তাহলে ৪ মাস ১০ দিন) যাবতীয় সাজ-সজ্জা থেকে বিরত থাকা ওয়াজিব।
যাইনাব বিনত আবূ সালামাহ (রাঃ) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মু হাবীবাহ’র পিতা আবূ সুফ্ইয়ান ইবনু হারব (রাঃ) মারা গেলে আমি তাঁর কাছে হাজির হলাম। উম্মু হাবীবাহ (রাঃ) যা’ফরান ইত্যাদি মিশ্রিত হলদে রং এর খুশবু নিয়ে আসতে বললেন। তিনি এক বালিকাকে এ থেকে কিছু মাখালেন। এরপর তাঁর নিজের চেহারার উভয় দিকে কিছু মাখলেন। এরপর বললেনঃ আল্লাহর কসম! খুশবু মাখার কোন দরকার আমার নেই। তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোন নারীর জন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশী শোক পালন করা হালাল হবে না। কিন্তু স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করবে।1
উম্মে সালামা রা. হতে বর্ণিত, তিনি বলেন,
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে স্ত্রী লোকের স্বামী মৃত্যুবরণ করে সে যেন ইদ্দতকালীন সময়ে রঙিন এবং কারুকার্যমণ্ডিত কাপড় ও অলংকার পরিধান না করে। আর সে যেন খিযাব ও সুরমা ব্যবহার না করে।2
আল্লামা কুরতুবী রাহ. তার বিখ্যাত তাফসীরগ্রন্থ ‘আলজামে লিআহকামিল কুরআন’ও ইদ্দত সংক্রান্ত আয়াতের ব্যাখ্যায় লেখেন,
হিদাদ পালনের অর্থ হল, মহিলা তার ইদ্দতকালীন সুগন্ধি, সুরমা, মেহেদি,অলঙ্কারাদিসহ পোশাক-আশাকের ক্ষেত্রে যাবতীয় সাজসজ্জা ত্যাগ করবে।3
অতএব, একজন মহিলার স্বামীর মৃত্যুর পর ৪ মাস ১০ দিন পর্যন্ত বা গর্ভবতী হলে সন্তান প্রসবের আগ পর্যন্ত, উৎসবের সময় পরিধান করা চাকচিক্যপূর্ণ পোশাক, সুগন্ধি এবং অন্যান্য সাজসজ্জার প্রসাধনী ব্যবহার করা নিষিদ্ধ। তেমনেই মেহেদি, সুরমা প্রয়োগও এড়িয়ে চলতে হবে। তবে ব্যবহৃত রঙিন কাপড় চাকচিক্যপূর্ণ পোশাক না হলে তা পরতে কোনো সমস্যা নেই।
ইদ্দতের সময় সাদা কাপড় পরিধান করা জরুরী নয়। বরং সাদা পোশাক পরাকে প্রয়োজন মনে করা ঠিক নয়।
ইদ্দতের সময় মহিলাদের চাকচিক্যপূর্ণ পোশাক এবং সাজ-সজ্জা পরিত্যাগ করার বিধান একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। এ ব্যাপারে হাদীসে খুবই গুরুত্বপূর্ণ ভাবে এসেছে। এটি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। তাই একে সামাজিক প্রথা বা কুসংস্কার মনে করা অন্যায়। বরং আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী সকল মুসলমানের উচিত এই বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। উল্লিখিত বিধানগুলি পালনে সতর্ক হওয়া মহিলাদের কর্তব্য।
আলমাবসূত, সারাখসী ৬/৫৯; আদ্দুররুল মুখতার ৩/৫৩০-৫৩২; মিরকাতুল মাফাতীহ ৬/৪৫২; তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/২৩১; বাদায়েউস সানায়ে ৩/৩৩০; ফাতহুল বারী ৯/৪০১,