স্বামীর জন্য মহিলাদের সাজসজ্জার ক্ষেত্রে টিপ পরা জায়েজ আছে কি? কপালে টিপ দেয়া হিন্দুয়ানী রুসুম। তাই তা পরিত্যাজ্য। শরীয়ত বিরোধী কাজ করতে স্বামী আদেশ করলে তা মানতে স্ত্রী বাধ্য নয়। কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারো আনুগত্য করা জায়েজ নেই।
عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ:: ” الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ
হযরত আব্দুল্লাহ বিন মাসঈদ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, ব্যক্তি [কিয়ামতের দিন] তার সাথে থাকবে যাকে সে মোহাব্বত করে।
{মুসনাদে আহমাদ, হাদীস নং-৩৭১৮, বুখারী, হাদীস নং-৬১৬৮, ৫৮১৬}
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন- যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভূক্ত।
{সুনানে আবু দাউদ, হাদীস নং-৪০৩১}