Q/AAbdullahil Hadi

স্বামী যদি হারাম পথে উপার্জন করে

স্বামী যদি সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে তার এই হারাম উপার্জন থেকে স্ত্রী ভরণ-পোষণ গ্রহণ করলে কি সে গুনাহগার হবে?
হারাম উপার্জনকারী স্বামী যদি হারাম পরিত্যাগ না করে তাহলে কি স্ত্রীর জন্য তার থেকে তালাক চাওয়া বৈধ হবে?

স্বামী যদি সুদী ব্যাংকে চাকুরী করে তবে স্ত্রীর কর্তব্য হল, স্বামীকে এ চাকুরী ছেড়ে অন্য কোন হালাল জব খুঁজতে অনুরোধ করা। কেননা, সুদ যেহেতু হারাম সেহেতু সুদের সাথে সম্পৃক্ত সকল কার্যক্রম হারাম ও অন্যায় কাজে সহযোগিতার শামিল। সুতরাং স্ত্রী যেন স্বামীর উক্ত কর্মে সন্তোষ প্রকাশ না করে বরং এ কাজ পরিত্যাগ করার জন্য অনুরোধ করে।

কিন্তু স্বামী যদি উক্ত কর্ম পরিত্যাগ না করে তাহলে স্ত্রী গুনাহ থেকে বেঁচে যাবে। কেননা, সে স্বামীর কর্তৃত্বাধীন। স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব তার উপর অর্পিত। সে যদি তাকে হারাম উপার্জন থেকে ভরণ-পোষণের ব্যবস্থা করে তবে তার দায়-দায়িত্ব ও জবাবদিহি তাকেই করতে হবে।

অবশ্য যদি উক্ত হারাম উপার্জনকারী স্বামী থেকে সংসার বিচ্ছিন্ন করা সম্ভব হয় তবে তাই উত্তম। কেননা, স্বামীর হারাম উপার্জন স্ত্রীর উপর প্রভাব ফেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে তা কিন্তু অপরিহার্য নয়।
আল্লাহু আলাম।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button