চার বছর স্বামী বিদেশ স্ত্রী কি ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে বসতে পারবে

একজনের স্বামী আজ ৪ বছর বিদেশে আছেন। এখনো দেশে আসেন নি। এখন স্ত্রী তাকে তালাক দিয়ে, এক সপ্তাহ পর বিয়ে করতে পারবে কিনা?
না, একজনের স্বামী বিদেশ থেকে আসছেন না দীর্ঘদিন পর্যন্ত। যোক্তিক কারনে স্ত্রী যদি নিজের প্রতি তালাক গ্রহণ করতে চান, অর্পিতা তালাক যেটাকে বলে।

আমার যেটা, আমাদের বাংলাদেশের প্রচলিত বিয়ের কাবিননামা আছে সেটা আর ১৮ নম্বর কলামে সেটা লেখা আছে। সেই পাওয়ার যদি দেওয়া থাকে স্বামীর তরফ থেকে, তাহলে তিনি তা গ্রহণ করতে পারবে। তাও শর্ত গুলো পাওয়া গেলে।

তো মূল প্রশ্ন হল যে, স্বামী বাহিরে থাকেন ৪ বছর যাবত। এখন স্ত্রী নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করা শর্ত পাওয়া গেলে প্রয়োগ করে, তিনি যথানিয়মে তালাক প্রয়োগ করে বিচ্ছেদ ঘটানো। তারপরও এক সপ্তাহ পর্যন্ত বিয়ে করতে পারবেন না, কারণ তাকে ইদ্দত পালন করতে হবে, তিন মাস যাওয়ার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে করতে পারবেন না।

যদি বলেন যে ইদ্দততো পালন করতে হয় এই জন্য যে, পূর্বের স্বামীর কোন সন্তান গর্ভে আছে কিনা। সেটি প্রকাশ যেন হয় সেটির জন্য। যাতে করে আরেকজনের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলো এখানে সন্তানরা কার ঝামেলা যেন না হয় সে জন্য ইদ্দত পালন করতে বলা হয়েছে।

তিনি তো বিদেশে আছেন, ৪ বছর যাবত তাহলে এখানে সন্তান হওয়ার সম্ভাবনা নেই। এই রকম কোন কথা শরীয়ার জন্য গ্রহণযোগ্য নয়, কারণ তিনি বিদেশে আছেন, তিনি আসছেন কিনা, আপনি গেছেন কিনা, এই গুলাতো নিজেদের ব্যাপার।

Exit mobile version