সেহেরি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কি
অবশ্যই রোযার সাথে সেহরীর সম্পর্ক আছে। তবে রোযা হবার জন্য সেহরী খাওয়া শর্ত নয়। যেমন নামায পড়ার জন্য টুপি মাথায় দেয়া সুন্নত। কিন্তু নামায হবার জন্য টুপি মাথায় থাকা শর্ত নয়। টুপি ছাড়াও নামায হবে। তবে টুপি মাথায় থাকা সুন্নত। তেমনি সেহরী খাওয়া ছাড়াও রোযা হবে। তবে সেহরী খাওয়া সুন্নত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
تسحروا فإن في السحور بركة
‘তোমরা সাহরী খাও। কেননা, সাহরীতে বরকত রয়েছে।’-সহীহ মুসলিম ১/৩৫০ অন্য হাদীসে বলা হয়েছে, ‘সাহরী খাওয়া বরকতপূর্ণ কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সাহরী কর। কারণ যারা সাহরী খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং তাঁর ফেরেশতারা তাদের জন্য রহমতের দুআ করেন।’ -মুসনাদে আহমদ ৩/১২; মুসান্নাফ ইবনে আবী শায়বা হাদীস : ৯০১০; সহীহ ইবনে হিব্বান ৩৪৭৬।
সুতরাং সেহরী না খাবার অজুহাতে রোযা ত্যাগ করা যাবে না। করলে গোনাহগার হবে।
فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে,সে এ মাসের রোযা রাখবে। [সূরা বাকারা-১৮৫]।
সেইজন্য যদি কখনো সেহেরি খেতে না পারেন ঘুম থেকে জাগ্ৰত হয়ে রোজার নিয়ত করে ফেলবেন। রোজা আদায় হয়ে যাবে।