নামায অবস্থায় কাপড় ঝুলিয়ে রাখা এবং তার সঙ্গে খেলা করা

কাপড় ব্যবহার করার যে পদ্ধতি প্রচলিত রয়েছে তার বিপরীত ব্যবহার করা যেমন, পাঞ্জাবী মাথায় রেখে বা চাদর, রোমাল ইত্যাদি মাথায় ফেলে দু’দিকে দু’টি কিনারা ছেড়ে দেয়া, যাকে সাদল বলা হয়।
ইহা নামাযে নাজায়িয এবং গুনাহ। এমনিভাবে কাপড়ের কোন অংশকে পুনঃ পুনঃ উল্টানো পাল্টানো অথবা শরীরের কোন অংগকে বিনা প্রয়োজনে বারবার নড়াচড়া করা, নাক বা কানে বিনা প্রয়োজনে আঙ্গুল দেয়া নিরর্থক কর্ম এবং তা নামাযে গুনাহ হয়।

সংগ্রহীত
লেখকঃ- হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
বইয়ের নামঃ- গুনাহে বে-লযযত

Exit mobile version