Q/A
সলাত যদি কেউ ইচ্ছাকৃত ভাবে না পড়ে তাহলে কি কাজা নাই
নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ভাবে না পড়ে তাহলে নাকি কাজা নাই, শুধু নামাজ ছাড়ার গুনাহ হবে, আর ব্যাস্ততার কারনে ছেড়ে দিলে নাকি কাজা করতে হবে, এটাকি ঠিক?
কথাটি ভুল উক্ত কথাটি সঠিক নয়।
যখন তোমাদের কেউ নামায ছেড়ে ঘুমিয়ে পড়ে, বা নামায থেকে গাফেল হয়ে যায়, তাহলে তার যখন বোধোদয় হবে তখন সে যেন তা আদায় করে নেয়। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-আমাকে স্মরণ হলে নামায আদায় কর।
(সহীহ মুসলিম, হাদীস নং-১৬০১
মুসনাদে আহমাদ, হাদীস নং-১২৯৩২
সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-৪১৮২)